ইজতেমা মাঠ পরিদর্শনে আরএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে চলছে তাবলীগী ইজতেমা। আজ থেকে ইজতেমা শুরু হয়েছে। আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বার্ষিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে ইজতেমা শুরু আগে গতকাল বিকেলে ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)  কমিশনার একেএম হাফিজ আক্তার (বিপিএম, বার)।

ইজতেমা মাঠ পরিদর্শন করছেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, এডিসি (সিটিএসবি) মোঃ ইফতে খায়ের আলম, এসি (শাহমখদুম) মোঃ হাফিজুল ইসলামসহ আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

ভেন্যু পরিদর্শনকালে পুলিশ কমিশনার আয়োজক কর্তৃপক্ষের সাথে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সুষ্ঠু-শৃঙ্খলভাবে যাতে ইজতেমা অনুষ্ঠিত হয় সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।

 


শর্টলিংকঃ