যে শহর কখনো ঘুমায় না


বলছি আমেরিকার নিউ ইয়র্কসিটির। নিউ ইয়র্কসিটির সবচেয়ে ব্যস্ততম জায়গার নাম ম্যানহাটন। বিশেষ করে ৪২ স্ট্রীট। এখানে রাত বা ক্লান্তি বলে কিছু নেই। দিনের বেলায় মানুষ ছুটে টাকার পিছনে তবে রাতের দৃশ্য টা একদম ভিন্ন। মজা, আনন্দ, ভালোবাসা কি নেই সেখানে।

তবে এর বিপরীত যে নেই তা একদম ঠিক না। ডান্সবার, মদ খেয়ে নাচানাচি, চুল ছেড়াছেড়ি ও দেখতে পাবেন এখানে। সিনেমা হল, বার-বি-কিউ রেস্টুরেন্ট হোটেল-মোটেলের অভাব নেই। আছে কিছু ব্র্যান্ডের ফুড কর্নার যেমন ডানকিন ডোনাটস, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস আরও রয়েছে আইসক্রিম পার্লার। এখানে রাস্তায় খেলা দেখিয়ে টাকা উপার্জন করে কিছু মানুষ। আবার রাস্তার দুই ধারে বসে মাত্র পাঁচ ডলারের বিনিময় অনেকেই একে দেবে আপনার ছবি ঠিক যেমনটি আপনি চান।

৪২ স্ট্রীটে হাঁটতে হাঁটতে ক্ষুধা পেয়ে গেলে পথের মোড়ে চোখে পড়বে হালাল জাইরো ভ্যান। প্রতিটি মোড়েই এসব ভ্যান থাকে। ম্যানহাটনের সবচাইতে জনপ্রিয় সুস্বাদু ও সস্তা খাবার পাওয়া যায় এখানে। এসব ভ্যানে পাওয়া পাওয়া যায় ভেড়ার মাংস, মুরগীর মাংস, রাইস, নান রুটি। বেশিরভাগ পথচারীই খিদা পেলে এসব ভ্যান থেকেই তারা খাবারের কাজটি সেরে নেন।

৪২ স্ট্রীটের ৬০ শতাংশ লোকই পর্যটক। তাদের জন্য রয়েছে গিফট কর্নার। এসব দোকানগুলোতে পাওয়া যায় আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি সম্বিলিত লোগো ও নিউ ইর্য়কসিটি লেখা টি শার্ট, ক্যাপ, রির্চ ব্যন্ড, রুমাল ইত্যাদি পাওয়া যায়। ২৪ ঘন্টায় খোলা থাকে এখানকার বেশিরভাগ দোকান। ৪২ স্ট্রীট যতটা ব্যস্ত ঠিক ততটাই আলোক ঝলমলে ও সুসজ্জিত এজন্যই একে আমেরিকার প্রাণ বলা হয়।

নন্দিনী খান : আমেরিকা প্রবাসী

আরও পড়ুন বিএসএফের গুলিতে পাঁচ দিনে ৮ বাংলাদেশি নিহত


শর্টলিংকঃ