Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

এ সপ্তাহেই আসতে পারে নতুন ম্যাকবুক এয়ার


ইউএনভি ডেস্ক:

চলতি মাসেই ম্যাকবুক এয়ার বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল।নাম প্রকাশে অনিচ্ছুক এক টিপস্টার এই খবর সংবাদ মাধ্যম ম্যাকরিউমারসকে জানিয়েছে। তার দেওয়া অনুযায়ী, সোমবারই ঘোষণা আসতে পারে ম্যাকবুক এয়ারসহ নতুন কয়েকটি অ্যাপল পণ্যের।

গত বছরও মার্চে এই টিপস্টার জানিয়েছিল, আইপ্যাড, আইম্যাক ও আইপড আনতে যাচ্ছে অ্যাপল। তথ্যগুলো আংশিক সঠিক বলে প্রমাণিত হয় যখন একই মাসে অ্যাপল আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দেয়।নতুন ম্যাকবুক সংস্করণে সিপিইউ ও সিজার সুইচ কি বোর্ডের উন্নতি ঘটানো হয়েছে।

আরোও পড়ুন:মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকেও অবসর নিলেন বিল গেটস

এছাড়াও, বাড়তে পারে স্টোরেজের পরিধি।সর্বশেষ গত অক্টোবরে ম্যাকবুক প্রো আপডেট করা হয়। যুক্ত করা হয় টাচ আইডি সেন্সর ও ট্রুটোন ডিসপ্লে। একই সঙ্গে আপডেট করা হয় বাটারফ্লাই কিবোর্ড।

এছাড়াও, অ্যাপল বিশ্লেষক মি চিং কুয়ের দাবি, অ্যাপল এবার আইফোন ৯, আইপ্যাড প্রো, ম্যাকবুক প্রো মডেল, এয়ার ট্যাগস,, ছোট চার্জিং ম্যাট ও এয়ারপড আনতে পারে। তবে তার অনুমান এসব ডিভাই আসবে বছরের দ্বিতীয় প্রান্তিকে। এপ্রিলের আগে দ্বিতীয় প্রান্তিক শুরু হবে না। ফলে বলা যায়, অনেকটা আগেভাগেই এসব পণ্যের ঘোষণা দিতে যাচ্ছে অ্যাপল।


Exit mobile version