Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চিকেন পক্স প্রতিরোধে করণীয়


ইউএনভি ডেস্ক:

বসন্তের হাওয়া মানেই ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্সের হাতছানি৷ চিকেন পক্স একটি ছোঁয়াচে রোগ। এটি ভ্যারিসেলা ভাইরাসের কারণে হয়ে থাকে। সাধারণত এই রোগে আক্রান্ত হওয়ার ১০ থেকে ২১ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়।

চিকেন পক্স প্রতিরোধে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

  • চিকেন পক্স অতি সংক্রমক হওয়ায় এই রোগে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন।
  • বাড়িতে কা্রও পক্স হলে তাকে আরামদায়ক আলাদা একটা ঘরে রাখুন। তবে পরিবারের সবার থেকে তিনি যেন একাকী বোধ না করেন এমন জায়গা নির্বাচন করুন।
  • যিনি চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন তার ব্যবহারকৃত কাপ, থালাবাসন, গ্লাস অন্যরা ব্যবহার করবেন না। এ ধরনের জিনিসপত্র গরম পানি ও আলাদা ডিশবার দিয়ে ধুয়ে ফেলুন।
  • শিশুরা চিকেন পক্সে আক্রান্ত হলে তাদের স্কুল বা বাইরে পাঠাবেন না।
  • যদি কারও আগে চিকেন পক্স না হয়ে থাকে তাহলে তারা  ভ্যাক্সিন দিতে পারেন।আবার যদি কেউ চিকেন পক্সে আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে আসেন তাহলে ৫ দিনের মধ্যে ভ্যাক্সিন দিতে পারবেন।

Exit mobile version