Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চীনে দাবানলে দমকল কর্মীসহ নিহত ১৯


ইউএনভি ডেস্ক: 

চীনের দক্ষিণ-পশ্চিমে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে যেয়ে ১৮ দমকল কর্মী ও তাদের এক পথপ্রদর্শক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

চীনের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত দৃশ্যে দেখো গেছে, আগুনের বিশাল শিখা শিচাং শহরের পাহাড়ির অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা এতোটাই বেশি যে, দূর থেকে ওই এলাকার আকাশ কমলা রঙ ধারণ করেছে বলে মনে হয়।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে দেওয়া বিবৃতিতে স্থানীয় সরকার বলেছে, প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগ লিয়াংশানের শিচাং শহরের কাছে স্থানীয় সময় সোমবার দুপুরে দাবানল শুরু হয়। এতে শহরের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

করোনা সন্দেহভাজনদের জন্য আলাদা ওয়ার্ড হচ্ছে রামেক হাসপাতালে

আগুন নেভাতে ১৪০টির বেশি দমকল গাড়ি, চারটি হেলিকপ্টার ও ৯০০ অগ্নিনির্বাপন কর্মী পাঠানো হয়েছে। সব মিলিয়ে জরুরি বিভাগের দুই হাজারে বেশি কর্মী উদ্ধার অভিযানে কাজ করছে। ওই এলাকা থেকে এক হাজার ২০০ এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালেও হেলিকপ্টারগুলোকে আগুন নেভানোর কাজ করতে দেখা গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে লিয়াংশান বিভাগে কয়েকবার দাবানলের ঘটনা ঘটেছে। গত এপ্রিলে এই বিভাগের মুলি জেলায় দাবানলে ২৭ দমকল কর্মী নিহত হয়।


Exit mobile version