Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নতুন নাম পেল করোনাভাইরাস


ইউএনভি ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস চীনে সহস্র প্রাণ কেড়ে নেওয়ার পর আনুষ্ঠানকি নাম পেয়েছে। মঙ্গলবার ভাইরাসটির আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থা প্রধান তেদরোস আদহানম গ্যাব্রিনাস জানান, নতুন এ ভাইরাস এখন থেকে কভিড-১৯ (COVID-19) নামে পরিচিত হবে। খবর বিবিসির

যত দ্রুত সম্ভব এ ভাইরাসটি মোকাবেলার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার এক দিনেই এ ভাইরাসে মারা গেছেন ১০৮ জন। তাদের মধ্যে ১০৩ জনই মারা গেছেন হুবেই প্রদেশে। সব মিলিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬ জনে। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে মারা গেছে আরও দু’জন। সব মিলিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮ জনে।

নতুন করে সংক্রমণ ঠেকাতে চীনের বহু শহর অবরুদ্ধ রাখা হয়েছে। তার পরও কিছু এলাকায় চলাফেরা শিথিল করা হয়েছে। ওইসব শহরের মানুষ আতঙ্ক নিয়ে কাজে ফিরতে শুরু করেছেন। অনেক দেশ চীনের সঙ্গে এখনও বিমান যোগাযোগ বন্ধ রেখেছে

আরও পড়তে পারেন  রাজশাহীতে কমিউনিটি পুলিশের সভাপতির ছেলের অবৈধ অস্ত্রের ব্যবসা


Exit mobile version