Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাঁচবিবিতে বিজিবির আটককৃত গরু নিলামে বিক্রয়


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা (পশ্চিম উচনা) সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে চোরাই পথে আসা বড় আকারের ৭টি ভারতীয় গরু আটক করে। শনিবার বিকালে হাটখোলা ক্যাম্পে হিলি শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা সোহেল রানা, বিজিবি ও নিলামকারিদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রয় করা হয়।

নিলামে মোট ২২ জন অংশগ্রহন করলেও সর্বোচ্চ নিলামকারি স্থানীয় ইউপি সদস্য ও গরু ব্যবসায়ী ফারাজ হোসেন ভ্যাট সহ পাঁচ লক্ষ দশ হাজার টাকায় গরু ৭টি ক্রয় করেন।

হাটখোলা ক্যাম্পের নায়েব সুবেদার তুহিন নন্দী বলেন, গত ২৭ তারিখ গভীর রাতে সীমান্তের ২৮১/৫ সাব পিলার এলাকা বাংলাদেশের ৪’শ গজ অভ্যন্তরে পশ্চিম উচনা এলাকা হতে ভারত থেকে পাচার হয়ে আসা ৭টি গরু ক্যাম্পের টহলদলের সদস্যরা আটক করে। পরে জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফেরদৌস হাসান টিটোর নির্দেশক্রমে অত্র এলাকায় মাইকে প্রচার করে নিলামের মাধ্যমে আটক গরুগুলো সর্বোচ্চ নিলামকারি হাতে হস্থান্তর করা হয়।

আরও পড়তে পারেন  অর্ধেক যাত্রী নিয়ে রাজশহী ছেড়েছে বনলতা


Exit mobile version