Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ফেসবুক থেকে মানসিক চাপ


জীবনযাপন ডেস্ক:

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার পর থেকে রুমি গত কয়েক দিন ফেসবুকে ক্রমাগত এই খবরটাই শুধু নিউজফিডে দেখতে থাকে। এমনকি সিসি ক্যামেরায় ধারণ করা আগুন লাগার ভিডিওটিও বেশ কয়েকবার দেখে ফেলে। এ কদিন তার ঘুমটা ভেঙে যাচ্ছে নানা দুঃস্বপ্নে।

একজন ফেসবুক ব্যবহারকারীর প্রতীকি ছবি।

শরীর ও মনে একরকম অস্বস্তি দানা বেঁধে ওঠে। এর মধ্যে একদিন স্বাভাবিক থাকা অবস্থায়ই হঠাৎ সমস্ত শরীর ঘাম দিয়ে ঠান্ডা হয়ে যায়।

বুকটা এমনভাবে চেপে আসে যেন মনে হয় আর নিঃশ্বাস নিতে পারবে না, মাথাটা ঘুরে ওঠে।

আর কিছুক্ষণের মধ্যে বুকের ধড়ফড়ানি এমনভাবে বেড়ে যায় যেন এক্ষুনি হার্ট অ্যাটাক করবে।

তৎক্ষণাৎ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তার বলেন শারীরিকভাবে রুমী সম্পূর্ণ সুস্থ থাকলেও তার বর্তমান শারীরিক উপসর্গের কারণ একধরনের উদ্বেগজনিত মানসিক রোগ।

ফেসবুক ও মানসিক চাপজনিত সমস্যা

অনেক সময় ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ কোনো ঘটনা কেউ বারবার দেখলে মানসিক চাপের প্রতিক্রিয়াজনিত নানা সমস্যা হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এসব উদ্বেগজনিত মানসিক সমস্যা হয়ে থাকে।

সাধারণত এসব চাপদায়ক ঘটনার আমরা সচরাচর সম্মুখীন হই না বা এসব ঘটনায় মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা, ইনজুরি, বড় ধরনের হানাহানি ইত্যাদি ধরনের হয়ে থাকে।

কাদের ঘটে?

সাধারণত যাঁরা মানসিকভাবে নাজুক বা অতিরিক্ত উদ্বিগ্নতায় ভোগেন, যেকোনো চাপ নেওয়ার যাঁদের ক্ষমতা কম অথবা যাঁরা ইতিমধ্যে কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, তাঁদের মধ্যে এ ধরনের সমস্যায় ভোগার আশঙ্কা বেশি থাকে।

কী ধরনের মানসিক প্রতিক্রিয়া?

চাপের কারণে এসব মানসিক প্রতিক্রিয়া হলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশিত হয়। তবে অনেক ক্ষেত্রে চিকিৎসকেরা শারীরিক পরীক্ষায় কিছু পান না।

যেমন—

কী করবেন?

মানসিক চাপের এসব প্রতিক্রিয়া বেশির ভাগ ক্ষেত্রেই শারীরিক উপসর্গ হিসেবে আসে বলে ব্যক্তি অনেক সময় বড় ধরনের শারীরিক রোগ হয়েছে ধরে নেন। এতে উদ্বিগ্নতা আরও বেড়ে যায়। শারীরিক ও ল্যাবরেটরি পরীক্ষায় কোনো সমস্যা ধরা না পড়লে মানসিক রোগ চিকিৎসক বা মনোবিদের সহায়তা নিন।

এ ছাড়া সামাজিক মেলামেশা বাড়ানো, বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবিলা করা, কোনো কিছুতে ভয় পেলে সেটা পরিহার না করে ধীরে ধীরে সম্মুখীন হওয়া ইত্যাদিও চাপ মোকাবিলা করার ক্ষমতা বাড়ায়। আর উদ্বিগ্ন অবস্থা মোকাবিলা করতে সাহায্য করে।

মেখলা সরকার : সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।


Exit mobile version