Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাদশার হুমকিদাতা গ্রেপ্তার না হলে রাজশাহী অচলের হুমকি


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার প্রাণনাশের হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ৫০টিরও বেশি সংগঠন। এছাড়াও রাজশাহী অচল করে দেয়ারও হুমকি দিয়েছে সংগঠনগুলো। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধন-সমাবেশ থেকে সংগঠনের নেতারা এই হুমকি দেন।

রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধন

হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এই সমাবেশের আয়োজন করে। এতে রাজশাহীর ৫০টিরও বেশি সামাজিক সংগঠন অংশ নেয়। বাদশার হুমকিদাতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যকে হুমকিদাতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা রাজশাহীবাসীর জন্য লজ্জার। কারণ, একজন সংসদ সদস্যকে প্রাণনাশের হুমকিদাতাই যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই হুমকিদাতা গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করছেন। তার সাথে শরিক হয়ে ফজলে হোসেন বাদশা রাজশাহীর উন্নয়ন করছেন। অথচ একটি কুচক্রিমহল রাজশাহীর উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। সেই চক্র রাজশাহীর উন্নয়নের কারিগর এমপি বাদশাকে সরিয়ে দিতে চায়। তাই হুমকি দেয়া হয়েছে। অবিলম্বে হুমকিদাতাকে গ্রেপ্তার করতে হবে। সেইসঙ্গে তাকে যারা আশ্রয় দিচ্ছে তাদেরও চিহ্নিত করতে হবে।

সংগঠনগুলো হলো- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, মহিলা পরিষদ, মুক্তিযুুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেড, রাজশাহী উন্নয়ন সংগ্রাম পরিষদ, জনউন্নয়ন পরিষদ, দিগন্ত প্রসারি ক্লাব, শহীদ জামিল আকতার রতন ফাউন্ডেশন, গণমৈত্রী সাংষ্কৃতিক সংগঠন, চেতনা বাস্তবায়ন, রংধনু সাংষ্কৃতিক অ্যাকাডেমি, অভিযাত্রী ক্লাব, আগমনী ক্লাব, তৃণমূল নারী উদ্যোক্তা, আকুপ্রেশার সোসাইটি, রবিদাস উন্নয়ন পরিষদ, সোনালী অতীত ফুটবল ক্লাব, শহীদ জামিল আকতার রতন স্মৃতি সংসদ, আদিবাসী ছাত্র পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সুগার মিল শ্রমিক ফেডারেশন, বারওয়েল, পাটকল শ্রমিক ফেডারেশন, রেশম বোর্ড শ্রমিক ফেডারেশন, ইলামিত্র সাংষ্কৃতিক সংঘ, বেকার-দুস্থ নারী সংস্থা, রাজশাহী সাংষ্কৃতিক সংঘ, গণশিল্পী সংস্থা, গণ সাংষ্কৃতিক মৈত্রী, দিগন্ত সংঘ, বাপ্পী একাদশ, রাজশাহী বেতার শিল্পী সংস্থা, রাজশাহী থিয়েটার, দিশারী সংঘ, কেডি ক্লাব, জাতীয় আদিবাসী পরিষদ, ভাষানী সংঘ, ছোটবনগ্রাম যুব উন্নয়ন সংস্থা, যুবকল্যাণ সংঘ, আস্থা নেটওয়ার্ক, মজনু স্মৃতি সংসদ, উত্তরাঞ্চল প্রদেশ বাস্তবায়ন কমিটি, দিগন্ত সমাজ উন্নয়ন সংস্থা, সামাজিক কল্যাণ সংস্থা, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, জন্মভূমি সমাজকল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ নারী মুক্তি সংসদ ও শহীদ রিমু স্মৃতি সংসদ।

আরও পড়ুন মুজিববর্ষ উদযাপনে বুধবার ঢাকায় আসছে নেপালি প্রতিনিধিদল


Exit mobile version