Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা


ইউএনভি ডেস্ক:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্বান্ত হয়।

ছবি- প্রতীকী

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রী এই সিদ্বান্ত নেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ সময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। বৈশ্বিক করেনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশে মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত চারজনের মৃত্যু এবং ৩৯ জন আক্রান্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আরও পড়ুনঃ চীনের দেওয়া টেস্টিং কিট ও পিপিই পৌঁছাবে বুধবার

সরকার এর আগে ১৮ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। তবে ছুটিকালীন যাতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে সেজন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৮ মার্চ থেকে সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে।

এদিকে করোনা রোগী বৃদ্ধির মধ্যে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও ২৬ মার্চ হতে ১০ দিন গণপরিবহনসহ ট্রেন, লঞ্চ চলাচল সারাদেশে বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।এই পরিস্থিতিতে আগামী ১ এপ্রিল হতে অনুষ্ঠিতব্য এইচএইস পরীক্ষাও স্থগিত করেছে সরকার।


Exit mobile version