চীনের দেওয়া টেস্টিং কিট ও পিপিই পৌঁছবে বুধবার


নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের মহামারী থেকে সদ্য মুক্তি পাওয়া চীন তার সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্বজুড়ে। এ ধারাবাহিকতায় বাংলাদেশকে দেওয়া হচ্ছে টেস্টিং কিট ও সুরক্ষা পোশাক। আগামীকাল দুপুর নাগাদ বিশেষ বিমানে দেশে পৌঁছবে অতি জরুরী এইসব চিকিৎসা সামগ্রী।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভেরিফাইড ফেসবুক পেজে জানান ‘গণচীনের দেয়া ১০,০০০ টেস্টিং কিটস এবং ১০,০০০ ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে বিশেষ বিমানটি পৌছাবে কাল দুপুর নাগাদ।

দ্বিতীয় আরেকটি চালান আসবে ২৯ তারিখে। বাংলাদেশ সরকার অন্যজায়গা থেকে কিছু পরিমাণ এইসব সামগ্রী ক্রয় করে বিতরণ শুরু করেছে ইতিমধ্যে। গণচীনের সহায়তা কোরোনা প্রতিরোধ এবং চিকিৎসায় অনেক গতি আনবে।’

 

এদিকেে আজ দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ফেসবুক লাইভে তিনি এই তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়। যিনি মারা গেছেন তার বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত ব্যক্তিসহ নতুন করে ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে একজনের বিদেশ ভ্রমণের ইতিহাস আছে বলে জানান ফ্লোরা। তিনি সৌদি আরব থেকে ওমরাহ করে এসেছেন। বাকিরা অন্য করোনা আক্রান্তদের কন্টাক্টে আসেন।

এই কর্মকর্তা জানান, এখন আইসোলেশনে আছে ৪০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৬ জন।

এছাড়া গত ১৭ মার্চ একটি বড় সম্মেলন করে বিদেশি কূটনীতিকদের এ রোগ সম্পর্কে চীনের কাছে যে তথ্য আছে সে বিষয়ে একটি জার্নাল দেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওই জার্নাল পেয়েছি। চীনে যে পদ্ধতি কাজ করেছে, সেটা আমাদের দেশে কাজ করবে সেটি নাও হতে পারে তবে এ জ্ঞান আমাদের কাজে লাগবে।’

এদিকে চীনে অবস্থানরত বাংলাদেশিরা কেমন আছে জানতে চাইলে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহাবুব-উজ-জামান জানান, ‘এখন চীনের অবস্থা অনেক ভালো। সংক্রমণকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখানে থাকা বাংলাদেশিরা ভালো আছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে।


শর্টলিংকঃ