ভারতে বিনিয়োগ করবে টেসলা


ইউএনভি ডেস্ক:

হুট করেই ইলন মাস্ক ভারত সফর স্থগিত করেছেন। যার কারণ হিসেবে বলেছেন, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার জরুরি সভায় তাঁর শারীরিক উপস্থিতি। তবে সফর পুরোপুরি বাতিল হচ্ছে না। চলতি বছরের শেষভাগে তিনি ভারত সফর করবেন বলে জানিয়েছেন।

ভারতে চলছে লোকসভা প্রথম দফার নির্বাচনের ভোট গ্রহণ। ঠিক এ সময়েই ইলন মাস্কের ভারত সফর নির্ধারিত হয়। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন ইলন মাস্ক। ইলনের এমন সময় ভারত সফর নির্ধারিত হয়, যখন দেশটিতে চলছে লোকসভা নির্বাচন। সম্ভাব্য ভারত সফরে ইলন মাস্ক দুইশ থেকে তিনশ কোটি ডলার বিনিয়োগ করবেন বলে খবরে প্রকাশ। বিশেষ উদ্যোগে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়ার জন্যই টেসলা বিনিয়োগ করবে। কারণ, ভারত সরকার ঘোষিত নীতিমালায় সুস্পষ্ট উল্লেখ, যদি স্থানীয়ভাবে বিদেশি নির্মাতা বিনিয়োগ করে, তাহলে আমদানি করা গাড়ির ওপর শুল্ক হার কম দিতে হবে।


শর্টলিংকঃ