নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার ঈশ্বরদী উপজেলায় ডাকাতিকালে গণপিটুনিতে ডাকাত দলের অজ্ঞাতনামা (২৭) এক সদস্য নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পতিরাজপুর এলাকায় এঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানায়, গেল শুক্রবার রাতে ১০ থেকে ১২ জনের ডাকাতদল উপজেলার পতিরাজপুর গ্রামের মৃত হালিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করে।
এরপর পাশেই হাফেজ তাজুল ইসলামের বাড়িতে গিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেয়। এসময় অন্যরা পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ডাকাত দলের এক সদস্য মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে