নিজস্ব প্রতিবেদক :
একুশের প্রথম প্রহরেই মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোতে নামে হাজারো মানুষের ঢল। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে সেখানে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সিটি কর্পোরেশনের পক্ষে নগরীর ভূবনমোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র লিটন। এসময় সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরাও শ্রদ্ধা জানান। ভুবন মোহন পার্ক শহীদ মিনারে রাতে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগ ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।

এছাড়া, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মহানগর শাখা, জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি), জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী ওয়াসা, ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, শ্রমিফ ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে একুশের প্রথম প্রহরে রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। রাত ১২টা ১ মিনিটে এখানে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এরপর একে একে শ্রদ্ধা জানান পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক এম খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ও জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ