ঐক্যফ্রন্টের গণশুনানি ২৪ ফেব্রুয়ারি, বিচারক ড. কামাল


ইউএনভি ডেস্ক :

সংসদ নির্বাচনের ভোটগ্রহণে অনিয়ম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় কামাল হোসেনকে প্রধান বিচারক করার প্রস্তাব করা হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন। ফাইল ছবি।

বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি  আমরাগণশুনানি করবো, সেই বিষয়ে আগামী রোববার প্রস্তুতি সভা রয়েছে। সভায় এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

তিনি জানান, এখনও গণশুনানির ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে, জাতীয় প্রেস ক্লাব, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মহানগর নাট্যমঞ্চসহ কয়েকটি জায়গা আমাদের বিবেচনায় রয়েছে।

ড. কামাল হোসেন দলীয় ব্যক্তি তিনি কীভাবে বিচারক হবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দুনিয়ার সব জায়গায় দল রয়েছে। দলীয় নেতারা এসব বিষয়ে কথা বলবেন।

পরে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে আ স ম আব্দুর রব বলেন, ভোট ডাকাতি ছাড়া আমরা সব দলকে গণশুনানিতে লিখিত আমন্ত্রণ জানাব।

তবে ড. কামাল হোসেন বলেন, গণশুনানি প্রধান বিচারক কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। বৈঠকে অন্যদের মধ্যে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ