ইউএনভি ডেস্ক :
রাজধানীর চকবাজার এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বুধবার শাহী মসজিদের পেছনের চুড়িহাট্টার ওই ভবনে রাত ১০টার দিকে আগুন লাগে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, অর্ধশতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত কর্মীরা জানান, এদের মধ্যে ১২ জন অগ্নিদগ্ধ এবং বাকিদের বিভিন্ন স্থানে জখম রয়েছে। অগ্নিকাণ্ডের পর দ্রুত নামতে জখম হন অনেকে। লাফিয়ে নামতে গিয়ে হাত-পা ভেঙেছেন কেউ কেউ। ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, আহত আরও অনেকে আসছে।
হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন- আলামিন (২৫), রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১), বাবুল (২৮), শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), করিম(৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), সোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), সালাম (৩৫), রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫), জিয়াউদ্দিন (২৪)।

এর আগে আগুন লাগার বিসয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন মোবাইল ফোনে বলেন, চকবাজারে চুরিহাট্টা মসজিদ গলির একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। এ বিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। তবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
ভিডিও দেখুন:
চকবাজার চুরিহাট্টা মসজিদে ভয়াবহ আগুন সবাই এগিয়ে আসুন প্লিজ অসংখ্য ছাত্র মসজিদে রয়েছে।।।
Posted by এম এস পরান on Wednesday, February 20, 2019