নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব । আটক ব্যক্তি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাড়রা গ্রামের মৃত আজিজুল মন্ডলের ছেলে আবদুর রহমান (৫০)। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার হতে তানোরগামী রাস্তার উপর অভিযান পরিচালনা র্যাব। এসময় এক হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাকসহ আবদুর রহমানকে আটক করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানানো হয়।