নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে ফজলুল হক নামে একব্যক্তি নিহত হয়েছে। রোববার রাত দেড়টার দিকে চারঘাট উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চারঘাট থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের ৫সদস্য আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফজলুলের বিরুদ্ধে অন্তত ১০ মামলা রয়েছে।

রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, রাতে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় মাদকব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে ফজলুল হকের মরদেহ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে পিস্তুল, তাজা গুলি, ম্যাগজিন ও ফেনসিডিল জব্দ করে পুলিশ।