নিজস্ব প্রতিবেদক :

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের ৮০তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির নিজ বাসভবনে এই কথাশিল্পীর বাসভবনে রাজশাহী মহানগর ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানা এবং কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর কমিটির সদস্য আব্দুল মতিন, নারী নেত্রী শারমিন আখতার নাসরিন, ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক স¤্রাট রায়হান, বিশ্ববিদ্যালয় আহ্বায়ক জাকির হোসেন, নগর সহ-সভাপতি ফারহান তানভীর হিমেল প্রমুখ।