জীবন্ত প্রাণী নিয়ে প্রচার প্রার্থী কারাগারে


ইউএনভি ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করে বেশ কয়েক দিন ধরে জীবন্ত ঘোড়া দিয়ে গাড়ি চালিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার। এমন অভিযোগ পেয়ে শুক্রবার ওই প্রার্থীর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযোগের সত্যতা পেলে দিদারকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অবমাননা মামলা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ফয়সাল দিদারের কর্মীসমর্থক সৈয়দপুর থানার সামনে সমবেত হয়ে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, নির্বাচনীবিধি অমান্য করে জীবন্ত প্রাণী নিয়ে প্রচার চালানোর অপরাধে ঘোড়া প্রতীকের প্রার্থীকে এ দণ্ড দেওয়া হয়। প্রার্থী ভুল স্বীকার করলেও অর্থ দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


শর্টলিংকঃ