ইউএনভি ক্রীড়া ডেস্ক:
সেরা চারে ওঠার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বলেন, তার দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। ডেসকেটের পরিবর্তে আজ খেলছেন কায়েস আহমেদ। মিরাজ বলেন, দলে একজন স্পিনারের প্রয়োজনেই ডেসকেটের বদলে কায়েস আহমেদকে নেয়া হয়েছে।
অপরদিকে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আমাদের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় পেলে সেরা চার অনেকটা নিশ্চিত হবে আমাদের। আমার দলে কোনো পরিবর্তন নেই। গত ম্যাচের দল নিয়েই মাঠে নামছি আমরা।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
রাজশাহী কিংস: জনসন চার্লস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ফজলে মাহমুদ, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, জনকার, মুমিনুল হক, কায়েস আহমেদ ও লরি ইভান্স।
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, আন্দ্রে হলস, রিলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, ফরহাদ রেজা, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।