ইউএনভি ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সোমবার (১১ ফেব্রুয়ারি)। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন। এ সময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত থাকবেন। একইদিনে স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে।
আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।