নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলার ছোট বিদিরপুর এলাকা থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুর পৌনে ২টার দিকে বিজিবি-১৪ ব্যাটেলিয়নের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনিসুর রহমান (২২) জহিরুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, পত্নীতলায় ব্যাটালি য়ন- ১৪ বিজিবি’র অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার মো. শাহজাহানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত ছোটবিদিরপুর এলাকায় অভিযান চালায়। এসময় আনিসকে (২২) ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটকের সময় তার কাছ থেকে ২টি সীমকার্ড, ১টি মোবাইল জব্দ করা হয়। যার সিজার মূল্য ১৮ হাজার ৬শ টাকা।
অভিযান চলাকালে একই এলাকার নাইমুলের ছেলে মাদক চোরাকারবারী মনিরুজ্জামান (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক আনিসুর রহমানকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।