নাটোর প্রতিনিধি :
নাটোরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায় নি। নিহতের পরিচয় জানা গেলে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করা সহজ হবে বলে উল্লেখ করেন এসআই শাহ আলম।