নিজস্ব প্রতিবেদক:

র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের দল ২০২ বোতল ফেনসিডিলসহ মামুনুর রশিদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এ ঘটনায় মামুনুর রশিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামুনুর রশিদ পুঠিয়ার ক্ষুদ্রজামিরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।