বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: রাসিক মেয়র


নিজস্ব প্রতিবেদক :

সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মেয়াদে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে।

তিনি বলেন, দেশটাকে এগিয়ে নিতে অনেক সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। পদ্মা সেতু নির্মাণ কাজ অতিদ্রুত গতিতে এগিয়ে চলেছে যা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্র তলদেশে সাবমেরিন স্থাপনের ন্যায় এমন অভাবনীয় কাজ করছেন তিনি। সদিচ্ছা, আর্থিক সক্ষমতা, দেশপ্রেমের ফলে এ সকল অভাবনীয় কাজ করা সম্ভব।

রাজশাহী মহিলা টিটিসির ছাত্রীদের নবীনবরণ ও বিদায়-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী মহিলা টিটিসির পক্ষ থেকে মেয়রকে সংবর্ধনা প্রদান করা হয়।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উদ্ধৃতি দিয়ে মেয়র লিটন বলেন, একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। এ জন্য তিনি নারী শিক্ষার প্রতি জোর দিয়ে ছিলেন। মেয়র বলেন, বাংলাদেশের নারীরা এখন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সামরিক ও বেসামরিক সকল পেশায় নারীদের এগিয়ে যাওয়ার চিত্র পরিলক্ষিত হচ্ছে। দেশটাকে এগিয়ে নিতে নারী পুরুষ সকলকে সমান ভাবে কাজ করতে হবে। আগামীতে মহানগরী নওদাপাড়ায় গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সকলের সহযোগিতায় সুন্দর, পরিচ্ছন্ন ও শান্তির নগরীকে সকল দিক দিয়ে ম্যানেজেবল সিটি রূপে গড়ে তুলতে চাই বলে উল্লেখ করেন মেয়র।

রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৮নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান বখশ, চীফ ইনস্ট্রাকটর শামীমা আখতার, শিক্ষক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#


শর্টলিংকঃ