ইউএনভি ডেস্ক নিউজ:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মেরুদণ্ডহীন বিএনপি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে চা চক্রেও আসবে উপজেলা নির্বাচনেও অংশ নেবে। না হলে জনগণ ওদের ক্ষমা করবে না। দেশের জনগণ বোঝে বলেই এবার ভোটে ওদের প্রত্যাখ্যান করেছে।

রোবাবর দুপুরে সোনামুখী শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
নিজের মন্ত্রিত্ব না পাওয়া সম্পর্কে নাসিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভালো বিবেচনা করেই হয়তো সিনিয়দের মন্ত্রিসভায় রাখেননি। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। মন্ত্রী না হলেও ইনশাআল্লাহ দশটা মন্ত্রীর সমান কাজ করতে পারবো।
নাসিম বলেন, মনসুর পরিবার বঙ্গবন্ধুর জন্যে জীবন দিয়েছে আর এখন শেখ হাসিনার জন্যেও জীবন দিতে পিছুপা হবো না।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজগর আলী মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার প্রমুখ।