নিজস্ব প্রতিবেদক :
নথিপত্র সংরক্ষণে সচেতনতা তৈরিতে রাজশাহীতে ‘আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ‘ডেস্কটপ আইটি’ নগরীর হেতেমখাঁ এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রোটারি-৩২৮১ এর অ্যাসিসট্যান্ট গভর্ণর হাসিবুল হাসান নান্নু। নেদারল্যান্ডের মেট্রোপলিটন আর্কাইভের পরিচালক সিগফ্রিড জানযিং, দেশটির অবসরপ্রাপ্ত আরেক আর্কাইভিস্ট ফ্লোরাস গেরাইডটস এবং ডেস্কটপ আইটির ব্যবস্থাপনা পরিচালক খাজা খালেদ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় রাজশাহী সিটি করপোরেশন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শকের কার্যালয় এবং মহানগর পুলিশের সদর দপ্তরসহ বিভিন্ন সরকারী-বেসরকারি সংস্থা থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের নথিপত্র বৈজ্ঞানিক উপায়ে কীভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী পর্বে তাদের অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।