নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীতে ৮০০ বোতল দেশী মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে সোয়া ১টার দিকে নগরীর বেতিয়াপাড়া সুইপার কলোনী থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার উজ্জল জমাদারের ছেলে সজল জমাদার (২০) ও কৃষ্ণ লালের ছেলে তিলক কুমার (১৯)। এ ঘটনায় বিকেলে নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বেতিয়াপাড়া সুইপার কলোনীতে অভিযান চালায়। এ সময় সজল জমাদারের বাড়ি থেকে ৮০০ বোতল দেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সজল ও তার সহযোগী তিলককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এরা দীর্ঘদিন ধরে এই দুই যুবক মাদক ব্যবসায় জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছেন তারা। তাই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।