নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সন্দ্যা সাড়ে সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ১৯৯১-৯৬ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে এমপি ছিলেন।