ইউএনভি ডেস্ক :

উপমন্ত্রী বলেন, শুক্র-শনিবার যেহেতু মন্ত্রণালয় বন্ধ, সেহেতু সরকারি গাড়ি ব্যবহার করি না। অন্য দিনগুলোতে কেবল পিক অ্যান্ড ড্রপে সরকারি গাড়ি ব্যবহার করি। সরকারিভাবে দু’টো গাড়ি পেলেও একটাও বাসায় নেইনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম তার মন্ত্রণালয়ে আসা দলীয় নেতাকর্মীদের নিজ খরচে চা-নাস্তার ব্যবস্থা করেন বলেও জানান সংলাপে। তিনি বলেন, আমি যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেহেতু মন্ত্রণালয়ে অনেকেই আসবেন। সরকারি খরচ বাঁচাতে পানিসম্পদ মন্ত্রণালয়ে কাউকে চা পান করানোর ব্যবস্থা হবে না। আমি নিজে সেটা ব্যবস্থা করবো।
উপমন্ত্রী বলেন, রাজনীতি আর রাজপথের ইতিহাস ছোটোবেলা থেকেই। আর সচিবালয়ে আমি নতুন। ৭ (জানুয়ারি) তারিখে শপথ নিয়েছি ৮ তারিখে মন্ত্রণালয়ে এসেছি। আপনাদের সহযোগিতা আমি চাই। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের ভাই-বন্ধু। যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করবেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম বলেন, দুর্নীতি যে পর্যায়েই হোক না কেন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। আমরা আগে রোগ নির্ণয়ের চেষ্টা করছি। দুর্নীতি বন্ধের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নেওয়ার পরিকল্পনা রয়েছে। আমার দায়িত্ব এখনো একমাসও হয়নি। আমি ৬টি নদীভাঙন এলাকা পরিদর্শন করেছি। আসলে মানবতার সেবা করাই মন্ত্রণালয়ের মূল কাজ। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, আমরা আশা করছি সব রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ নেবে।