অবন্তী সিঁথির ‘সুখের দেশ’


একক, দ্বৈত অডিও গানের পাশাপাশি নাটকেও নিয়মিত প্লেব্যাক করছেন কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। এরই ধারাবাহিকতায় এবার গাইলেন পরিচালক মাসরিকুল আলমের নাম চূড়ান্ত না হওয়া নতুন নাটকে। গানের শিরোনাম ‘সুখের দেশ’।

‘এই চুলে লাগছে ধুলো/ কেয়ার করছি না/ আনমনে কে ছুঁলো/ শেয়ার করছি না/ তুই জেনে যাস সবই/ তুই কি মনের কবি’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। পাশাপাশি অবন্তী সিঁথির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এই সুরকার।

এ আয়োজন নিয়ে অবন্তী সিঁথি বলেন, “মার্সেলের সুরে আগেও গেয়েছি, কিন্তু ‘সুখের দেশ’ আগের সব আয়োজন থেকে অনেকটাই ভিন্ন ধরনের। বন্ধুত্বের গল্প নিয়ে এই গান ও নাটকটি দর্শক-শ্রোতার ভালো লাগবে বলেই আশা করছি।”

এদিকে নাটকের গান ছাড়াও মৌলিক একক গানের আয়োজন নিয়ে ব্যস্ত আছেন অবন্তী সিঁথি। সম্প্রতি এই শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে শিল্পী অমিত দে’র সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘প্রেমের নামতা গুনি’-এর মিউজিক ভিডিও; যা এরই মধ্যে অনেকের মনোযোগ কেড়েছে।

 


শর্টলিংকঃ