আইসিসির সিদ্ধান্তে হতাশ পাকিস্তান


ইউএনভি ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ। তারও আগে রাজনৈতিক কারণে মাঠে গড়ায়নি ভারত-পাকিস্তান সিরিজ। কিন্তু আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ তো শেষ করতে হবে।

আইসিসির সিদ্ধান্তে হতাশ পাকিস্তান

তাই স্থগিত হওয়া দুই সিরিজ এবং খেলতে না পারা আরেক সিরিজ- এই তিন সিরিজের জন্য দুই দলকেই সমান ৩টি করে পয়েন্ট দিয়েছে আইসিসি। যার সুবাদে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ভারত, অপেক্ষায় থাকতে হচ্ছে পাকিস্তানকে। আইসিসির এ সিদ্ধান্ত একদমই মানতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। এরই মধ্যে নিজেদের বোর্ডের কর্তাব্যক্তিদের নিয়ে বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সংবাদমাধ্যমে এহসান মানি বলেছেন, ‘অবশ্যই আমরা আইসিসির সিদ্ধান্তে হতাশ। তবে আমাদের টিম (প্রধান নির্বাহী, লিগ্যাল ডিপার্টমেন্ট এবং অন্যান্য কর্তাদের নিয়ে গড়া) বিষয়টা পর্যালোচনা করছে। সেটা হয়ে গেলেই আমরা আনুষ্ঠানিক মন্তব্য করব।’

গতবছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান সিরিজটি। কিন্তু ভারত সরকারের অনুমতি ছিল না বিধায় মাঠে গড়ায়নি এ সিরিজটি। এ ব্যাপারে আগেই আইসিসিকে লিখিতভাবে জানানোয় দুই দলকে সমান ৩ পয়েন্ট করে দেয়া হয়েছে।

অন্যথায় ২০১৬ সালের মতো এবারও পূর্ণ পয়েন্ট পেতে পারত পাকিস্তান। সেবারও একই কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেনি ভারত এবং আইসিসিতেও মৌখিক বা লিখিত কোন কারণ দেখায়নি। ফলে তখন পূর্ণ ৬ পয়েন্টই দেয়া হয়েছিল পাকিস্তানকে।

যদি এবারের সিরিজটি বাতিল না হতো এবং ২০১৬ সালের মতো এবারও পূর্ণ পয়েন্ট দেয়া হতো পাকিস্তানকে, তাহলে ভারতকে অপেক্ষায় রেখে তারাই পেত বিশ্বকাপের টিকিট। কারণ তখন পাকিস্তানের পয়েন্ট হতো ২২ এবং ভারতের থাকত ২০। কিন্তু ভাগাভাগি হওয়ায় ১৯ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব খেলতে হবে তাদের।

অবশ্য পাকিস্তানের চেয়ে কম পয়েন্ট থাকার পরেও, স্বাগতিক দেশ হওয়ার কারণে পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপ আগে থেকেই নিশ্চিত নিউজিল্যান্ডের। তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে খেলা বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩ এবং শ্রীলঙ্কার মাত্র ৫।

আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে ৮টি দল। ফলে এখনও বাকি রয়েছে ৩টি টিকিট। এই তিন টিকিটের লড়াই হওয়ার কথা রয়েছে আগামী জুলাই মাসে, শ্রীলঙ্কাতে। তবে করোনা পরিস্থিতির কারণে বাছাইপর্বের ব্যাপারে ভাবতে শুরু করেছে আইসিসি।

বাছাইপর্বে খেলবে নারী চ্যাম্পিয়নশিপের তিন দল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা; ওয়ানডে স্ট্যাটাস থাকা দুই দল বাংলাদেশ ও আয়ারল্যান্ড এবং আঞ্চলিক বাছাই পেরিয়ে আসা পাঁচ দল থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস।


শর্টলিংকঃ