আরও ২৩৭ ডেঙ্গি রোগী হাসপাতালে, ঢাকারই ২২১ জন


ইউএনভি ডেস্ক:

করোনার এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গি আক্রান্তও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৭ জন ডেঙ্গি রোগী সারা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন এই আক্রান্তদের মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ২২১ জন শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার বিকালে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গিবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকার ১০০৪ জন ও সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৮ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।


শর্টলিংকঃ