একসাথে চার দেশে মুক্তি পাবে ‘শাহেন শাহ্‌’


বিনোদন ডেস্ক:

আগামী ঈদে চার দেশে একযোগে মুক্তি পাবে  শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘শাহেন শাহ্‌’। এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ড প্রিভিউ করেছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন বিষয়টি।

Sahensha

সেলিম খান  বলেন, ‘গত সপ্তাহে  ছবিটি  আমরা সেন্সরে জমা দিয়েছি। সেন্সর বোর্ড গত পরশু ছবিটি প্রিভিউ করেছে। তিনি বলেন দুয়েকদিনের মধ্যে আমরা ছাড়পত্র পেয়ে যাব। এরই মধ্যে ছবির গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেলিম খান আশাবাদী ছবিটি সবার কাছে ভালো লাগবে। তিনি বলেন আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি।

ঈদে ছবিটি চারটি দেশে মুক্তি পাবে এমনটি জানিয়ে সেলিম খান বলেন, ‘আমরা আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেব।  ছবিটি আমরা বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও ব্যাংকক, এই চার দেশে মুক্তি দেব। এরই মধ্যে বাইরের দেশের এজেন্টদের সাথে যোগাযোগ করছি। রোজার মধ্যে আমরা চার দেশের সিনেমা হলের সাথে চুক্তি করে হল লিস্ট প্রকাশ করতে পারব বলে আশা করি।’

সেলিম খান বলেন, ‘একজন প্রযোজক হিসেবে আমি ছবিতে সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। গল্পের প্রয়োজনে লোকেশন, চরিত্র অনুযায়ী শিল্পীসহ সব ধরনের প্রপস ব্যবহার করেছি। দেশের বাইরে গানের শুটিং করা হয়েছে। সব মিলিয়ে ছবি অনেক বড় বাজেট নিয়ে করেছি। আমি আমার প্রতিষ্ঠান থেকে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমাদের এই ছবির পরিচালক এর আগেও শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই ছবিতেও আশা রাখি নিজের মেধার পরিচয় দেবেন পরিচালক শামীম আহমেদ রনি।’

‘শাহেন শাহ্’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত ও মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়া।

আরও পড়ুন…রোহিঙ্গাসেবার নামে হোটেল বিলই ১৫০ কোটি টাকা


শর্টলিংকঃ