এজ ব্রাউজারের বিজ্ঞাপন আউটলুকে


ইউএনভি ডেস্ক:

মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারের প্রচারণা চালাচ্ছে আউটলুক ওয়েব অ্যাপ ও উইন্ডোজ ১০ এ।সম্প্রতি তারা এজ ব্রাউজারে কিছু পরিবর্তন এনেছে।

এজ ব্রাউজারের বিজ্ঞাপন আউটলুকে

ফলে আপডেট ব্রাউজারটির বিজ্ঞাপন দেখানো হচ্ছে আউটলুক ডটকমে। ক্রোম থেকে আউটলুক ব্যবহারেও বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে।বিজ্ঞাপনে লেখা থাকছে, ‘মাইক্রোসফট এজ + আউটলুক = বেটার টুগেদার’। এই লেখায় ক্লিক করলে সরাসরি এজ ব্রাউজার ডাউনলোড করার সাইটে নিয়ে যাচ্ছে মাইক্রোসফট।

এছাড়াও, উইন্ডোজ ১০ এর সার্চ বারে ক্লিক করলেও এজ ব্রাউজার ডাউনলোডের বিজ্ঞাপন দেখা যাচ্ছে।এর আগে গুগলও ক্রোমের প্রচারণা চালাতে ব্যবহারকারীদেরকে সার্চ হোম পেইজে, ডকসে ও জিমেইলে বিজ্ঞাপন দেখিয়েছে।মার্চে প্রকাশিত নেটমার্কেটশেয়ারের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এজ ব্রাউজারের জনপ্রিয়তা গুগল ক্রোমের তুলনায় বেশ কম।

গুগলের ক্রোম ব্রাউজারের মার্কেট শেয়ার ৬৮.৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মাইক্রোসফট এজ ব্রাউজারের ব্যবহারকারী সংখ্যা ৭.৫৯ শতাংশ। তৃতীয় স্থানে আছে ফায়ারফক্স। তাদের মার্কেট শেয়ার ৭.১৯ শতাংশ। ইন্টারনেট এক্সপ্লোরারের মার্কেট শেয়ার ৫.৮৭ শতাংশ।


শর্টলিংকঃ