এডেন বিমানবন্দরে হামলায় নিহত ২২


ইউএনভি ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরে হামলায় অন্তত ২২ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার নবগঠিত মন্ত্রিপরিষদ সৌদি আরব থেকে বিমানে এসে সেখানে পৌঁছানো মাত্রই এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সরকার এই হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত দুই মিত্রপক্ষকে ঐক্যবদ্ধ করার সৌদি উদ্যোগের ফল হলো নতুন এই মন্ত্রিপরিষদ।

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের মধ্যে মন্ত্রিসভার কোনো সদস্য নেই। যারা নিহত ও আহত হয়েছেন এদের অধিকাংশই ত্রাণকর্মী এবং সরকারি কর্মী। দেশটির প্রধানমন্ত্রী মায়িন আবদুলমালিক জানান, মন্ত্রিসভার সদস্যরা ভালো আছেন।


শর্টলিংকঃ