করোনায় মৃত্যু ঝুঁকি কমাতে ব্রিটিশদের কম খেতে বললেন মন্ত্রী


ইউএনভি ডেস্ক:

অতিরিক্ত স্থুলতা করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি বাড়ায় বলে মনে করছেন ব্রিটেনের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী হেলেন হোয়াটলি। তাই করোনায় মৃত্যু এড়াতে ব্রিটিশদের কম খাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) হোয়াটলি বলেছেন, যাদের বডি মাস ইনডেক্স (বিএমআই) চল্লিশের বেশি তাদের কোভিডে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ। রোববার (২৬ জুলাই) এক নতুন গবেষণা প্রতিবেদনের পর এই কথা ব্যক্ত করলেন ব্রিটিশ মন্ত্রী।

সম্প্রতি বিশেষজ্ঞদের এক সমীক্ষায় দেখা গেছে স্থুলতা কিংবা অতিরিক্ত ওজনের কারণে একজন ব্যক্তি কোভিডে গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতর এই পর্যবেক্ষণে জানতে পেরেছে, অতিরিক্ত ওজনের ব্যক্তিদের হাসপাতালে ভর্তি কিংবা ইনটেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। ওজন যত বাড়বে, ঝুঁকিও তত বাড়তে থাকবে।

জনস্বাস্থ্যের প্রধান পুষ্টিবিদ ডা. আলিসন টেডস্টোন বলেছেন, ‘এটা স্পষ্ট যে অতিরিক্ত ওজন হওয়া কিংবা স্থুলতা আপনার জন্য অন্য আরও প্রাণঘাতী রোগের পাশাপাশি কোভিডে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ঝুঁকি বাড়ায়।’

ইউরোপে স্থুলতার হারে শীর্ষ পর্যায়ে রয়েছে যুক্তরাজ্য। ইংল্যান্ডের প্রায় দুই তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি অতিরিক্ত ওজন কিংবা স্থুলতায় ভুগছেন। একই অবস্থা ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডেও।


শর্টলিংকঃ