কারচুপির অভিযোগে গোমস্তাপুরে পরাজিত প্রার্থীদের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :

রোববার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সেরাজুল ইসলাম টাইগার। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা নিয়ে তিনি নানা অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন চলাকালীন গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে তার নির্বাচনী এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছে মত তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসানুজ্জামান নুহুর টিউবয়েল প্রতিককে সীল মারা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সহকারী রির্টানিং অফিসার ও ইউএনও শিহাব রায়হানকে মোবাইলে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। এছাড়া রাতে নির্বাচন ফলাফল ঘোষণা কেন্দ্রে ৫৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল হকের টিয়া প্রতিকের চেয়ে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকার দাবী করেন। বাকী ১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষনা ছাড়াই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসানুজ্জামান নুহুর টিউবয়েল প্রতিককে বিজয়ী দেখানো হয়। এছাড়া চূড়ান্ত ফলাফল ঘোষনার পর রহনপুর পুলিশ ফাঁড়ি মার্কেটে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে অপেক্ষমান নেতা-কর্মীদের উপর গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ বিনা উস্কানীতে বেধড়ক লাঠিচার্জ করে। এতে তার ১০জন নেতা-কর্মী আহত হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি সংবাদ সম্মেলনে পূণঃভোট গণনার দাবী জানান।

 


শর্টলিংকঃ