কাশিয়াডাঙ্গায় দুই হাজার ৫০০ লিটার মদ সহ গ্রেফতার ৪


নিজস্ব প্রতিবেদক:

নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া থেকে শনিবার দুপুরে চোলাইমদ তৈরির কাঁচামাল ও রসদসহ প্রায় দুই হাজার ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় ৪ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।রাজশাহী

 

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মশিউর রহমান, এস আই মকবুল হোসেন, পিপিএম আরএমপির কাশিয়াডাঙ্গা থানাধীন রায়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোলাই মদ তৈরীর কাঁচামাল, প্রয়োজনীয় সরঞ্জামদি ও আনুমানিক ২৫০০ লিটার চোলাইমদ সহ ৪ জনকে গ্রফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাহেরুল ইসলাম (১৯), পিতা-মোঃ সালোংগীর ডুবারু, মাতা-মোসাঃ জাহেমা বেগম, সাং-পূর্ব রায়পাড়া, মোসাঃ সালেনুর বেগম (২৪), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-পূর্ব রায়পাড়া, এ/পি-সাং- পূর্বরায়পাড়া (রাকিব এর বাড়ীর ভাড়াটিয়া),  মোসাঃ জাহেমা বেগম (৪৫), স্বামী-মোঃ সালোংগীর ডুবারু, পিতা-মৃত বদিউজ্জামান, মাতা-মোসাঃ নবীজান বেগম, ও মোঃ সালোংগীর ডুবারু (৬০), পিতা-মৃত ইয়ার মোহাম্মদ, মাতা-মৃত আনোয়ারা বেগম, স্ত্রী-মোসাঃ জাহেমা বেগম, উভয় সাং- পূর্ব রায়পাড়া।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


শর্টলিংকঃ