ক্রাইস্টচার্চে হামলা: নিরাপদে বাংলাদেশ ক্রিকেট দল


ইউএনভি ডেস্ক:

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছেই এক মসজিদে সন্ত্রাসী হামলারঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের সংখ্যা অনেক।

ড্রেসিং রুমে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট দল

এই মসজিদেই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। একটু দেরিতে সেখানে পৌঁছানোতেই প্রাণে বেঁচে গেছেন তারা। এই সন্ত্রাসী হামলার জেরে বাতিল করা হয়েছে কাল থেকে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্ট।

খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রত্যেকেই নিরাপদে আছেন। ভয়াবহ এই ঘটনায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রীড়াঙ্গনের বেশ কিছু তারকা সমবেদনা ও শঙ্কা প্রকাশ করেছেন।

নিউজিল্যান্ড দলের ক্রিকেটার জিমি নিশামের টুইট। ছবি: টুইটার
নিউজিল্যান্ড দলের ক্রিকেটার জিমি নিশামের টুইট। ছবি: টুইটার

নিউজিল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার জিমি নিশামের টুইট, ‘অনেক দিন থেকেই নানা ঘটনা দূর থেকে দেখে ভেবেছি, বিশ্বের এই কোণে আমরা একটু আলাদা, একটু নিরাপদ। আজকের দিনটা ভয়াবহ। ভীতিকর এবং দুঃখজনক।’

নিউজিল্যান্ড রাগবির মুসলিম তারকা খেলোয়াড় সনি বিল উইলিয়ামস টুইটারে এক ভিডিওবার্তায় বলেন, ‘খবরটা শুনে ভাষাহীন হয়ে পড়েছি। শুনেছি প্রায় ৩০ জনের মতো নিহত হয়েছে। হতাহতের পরিবারের প্রতি দোয়া রইল। ইনশাআল্লাহ তোমরা সবাই স্বর্গে থাকবে এবং খুব দুঃখ লাগছে যে এটি নিউজিল্যান্ডে ঘটল।’

ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিনের টুইট। ছবি: টুইটার
ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিনের টুইট। ছবি: টুইটার

ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের টুইট, ‘মানবতার জন্য পৃথিবীর কোনো জায়গাই এখন আর নিরাপদ না। কারণ মানুষ-ই এই গ্রহের সবচেয়ে বড় শত্রু।’

ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্শা ভোগলে টুইট করেন, ‘নিউজিল্যান্ডে যখন আপনাকে সরাসরি গুলি থেকে বাঁচতে হয় তখন বুঝে নেবেন পৃথিবীটা মোটেও ভালো জায়গা নয়। বাংলাদেশ দল নিরাপদ আছে জেনে স্বস্তি লাগছে।’

ভারতের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্শা ভোগলের টুইট। ছবি: টুইটার
ভারতের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্শা ভোগলের টুইট। ছবি: টুইটার

শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের টুইট, ‘নিউজিল্যান্ডে হত্যাকাণ্ডের খবর শুনে স্তব্ধ হয়ে পড়েছি। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে জেনে স্বস্তি লাগছে।’


শর্টলিংকঃ