গোদাগাড়ীতে ফেনসিডিলসহ আটক ৪


গোদাগাড়ী প্রতিনধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ৪৬৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।শুক্রবার ভোরে গোদাগাড়ী পৌর সদরের শহীদ ফিরোজ চত্বরে এলাকায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে  অপারেশন পরিচালনার সময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৬৫ বোতল ফেন্সিডিল, দুইটি ট্রাকসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গোদাগাড়ীতে ৪৬৫ বোতল ফেনসিডিলসহ চারজনক আটক

গ্রেফতারকৃতরা হলেন  ভোলা জেলার বোরহানউদ্দীন উপজালার মির্জাখালী গ্রামের আলাউদ্দীনের ছেলে শরীফ হোসেন (২৬) কুদ্দুসের ছেলে আরিফ হোসেন (২৪),মুন্সিগঞ্জ সদরের হাটলক্ষীগঞ্জ গ্রামের মৃত হযরতের ছেলে সোহেল রানা (৩৩),মাদারিপুুুর জেলার কালকিনি উপজেলার সুমিত্রা গ্রামের মৃত মকলেছুরের ছেলে রাজিব হোসেন (২৫)।

র‍্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের কাছে ৪৬৫ বোতল ফেনসিডিল, ০৫ টি মোবাইল ফোন,০১ টি সীমর্কাড, ০১ টি মেমোরীর্কাড, ২৬০ বস্তা সিমেন্ট, ০১ টি ট্রাক, ০১ টি কার্ভাট ভ্যান, ০২ সেট যানবাহন নথি, ০১ টি চালান ফরম, নগদ ১০৭০০/-টাকা, ০২ টি ড্রাইভিং লাইসেন্স, ০২ টি জাতীয় পরিচয়পত্র, ৫০ টি খালি গ্যাস সিলিন্ডারসহ আটক করা হয়। উক্ত আসামীগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।


শর্টলিংকঃ