চাঁপাইনবাবগঞ্জে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকায়


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক ও পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) টি এম মোজাহিদুল ইসলাম । এসময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম শহিদ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে থেকেই পেঁয়াজ কিনতে গ্রাহকেদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। সেখানে পেঁয়াজ ছাড়াও প্রতি কেজি চিনি ও মশুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


শর্টলিংকঃ