জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়নের সময় ফের বাড়ল


ইউএনভি ডেস্ক:

জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আবার বাড়িয়েছে সরকার। গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়, আগামী ৩০ জুন পর্যন্ত নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট)ও ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ছাড়া মূল কর/ফি জমাপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেয়া হলো।

আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না বলেও সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সেই সময় শেষ হওয়ার পর নতুন করে আবার সময়সীমা বাড়ানো হলো।


শর্টলিংকঃ