তিন পুলিশ হত্যা মামলায় ৮ চরমপন্থীর যাবজ্জীবন


নিজস্ব প্রতিবেদক : 

পাবনার ঢালারচরে তিন পুলিশ সদস্য হত্যা মামলায় আট আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। আসামীরা সবাই চরমপন্থীদলের সদস্য।

যাবজ্জীবনদণ্ডপ্রাপ্তরা হলো- জহুরুল, হাশেম, জুসেন মোল্লা, নিজাম ফকির, জৈঠা রফিক আইয়ুব আলী, শুকুর ও জাহাঙ্গীর ওরফে কানা আলম। একইসাথে প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তবে এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আর বিভিন্ন সময়ে আইনশৃংখলাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চার আসামী।

 

মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ২০ জুলাই ঢালারচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের এসআই কফিল উদ্দিন, নায়েক আবদুল ওয়াহেদ ও কনস্টেবল শফিকুল ইসলামকে গুলি করে হত্যা করে চরমপন্থীরা।

পরে হত্যা মামলাটি তদন্ত শেষে ১৫জনের আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।


শর্টলিংকঃ