ত্রাণের চাল চুরির অভিযোগে কাউন্সিলর বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর চারঘাটে সরকারি ত্রাণের চাল ওজনে কম দেয়া এবং তালিকাভুক্ত ব্যক্তিকে চাল না দেয়ার দায়ে একজন পৌর কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরখাস্ত কাউন্সিলের নাম রাজু আহম্মেদ। তিনি চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না -মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জবাব দিতে বলা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহম্মেদের বিরুদ্ধে সরকারিভাবে সরবরাহকৃত ১০ কেজি ওজনের মুখ সেলাই করা বস্তা খুলে এক থেকে দেড় কেজি চাল বের নেওয়া এবং তালিকাভুক্ত ব্যক্তিকে চাল না দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) ও (ঘ) অনুযায়ী স্থায়ীভাবে বরখাস্তের অপরাধ বলে বিবেচিত। ফলে স্থায়ী বরখাস্তের আগে একই আইনের ৩১ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর সুযোগ দেয়া হয়।

জানতে চাইলে সাময়িক বরখাস্ত কাউন্সিলর রাজু আহম্মেদ বলেন, ‘আমি বস্তার মুখ খুলে চাল সরায় নি। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর যে নোটিশ দেয়া হয়েছে, সেই অনুযায়ী আমি জবাব দেবো।’ পৌরসভা সূত্র জানায়, কাউন্সিলর রাজু আহম্মেদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠে। বিষয়টি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম তদন্ত করেন

। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় স্থানীয় সরকার বিভাগকে প্রতিবেদন দেন তিনি। চারঘাট পৌর সচিব রবিউল ইসলাম বলেন, ‘রাজু আহম্মেদকে সাময়িক বরখাস্ত করার বিসয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা ই-মেইল পেয়েছি।’


শর্টলিংকঃ