দর্শনা চেকপোষ্টে ৫০ হাজার ডলারসহ একজন আটক


ইউএনভি ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৫০ হাজার ইউএস ডলারসহ নুর ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে বিজিবি।শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দর্শনা চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।নুর ইসলাম ঢাকা মুন্সিগঞ্জ জেলার মাঠপাড়া গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানায়, গোপন সূত্রে জানতে পারে দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে কয়েকজন প্রায়ই ভারতে প্রবেশ করছে এবং অবৈধ মালামাল পরিবহন করছে। এমন তথ্যের ভিত্তিতে তার নির্দেশনায় আইসিপি চেকপোস্টে কর্তব্যরত টহল দলের হাবিলদার ইকবাল হোসেন শুক্রবার সকাল ১০টার দিকে ভারত থেকে আসা পাসপোর্টধারী নুর ইসলামকে দর্শনা চেকপোস্ট এলাকা থেকে আটক করে চুয়াডাঙ্গা সদরদফতরে নিয়ে যাওয়া হয়।

পরে সদরদফতরে সাংবাদিকদের উপস্থিতিতে তার কাছে থাকা স্কুলব্যাগ থেকে ৫০ হাজার ইউএস ডলার ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলে জানান তিনি।


শর্টলিংকঃ