নাটোরে বজ্রপাতে নাট্যশিল্পীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, নাটোর :

নাটোরের বাগাতিপাড়ায় লিচু বাগান পাহারা দিতে গিয়ে বজ্রপাতে আবু হাসনাত ভুলু (৩৫) নামে এক নাট্যশিল্পীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে রাব্বি নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২৫ মে) রাত দুইটার দিকে উপজেলার গালিমপুর দিয়াড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আবু হাসনাত ভুলু
নাট্যশিল্পী আবু হাসনাত ভুলু

নিহত ভুলু গালিমপুর দিয়াড়পাড়া গ্রামের জামাল প্রামানিকের ছেলে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীরা জানায়,  শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বাড়ির পাশে লিচু বাগান পাহারা দিতে যায় ভুলু ও রাব্বি। রাত দুইটার দিকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে হঠাৎ বজ্রপাতে আবু হাসনাত ভুলু ও সঙ্গে থাকা রাব্বি জ্ঞান হারিয়ে ফেলে।

পরে দু’জনকে স্থানীয় বাগাতিপাড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভুলুকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।

নাট্যশিল্পী ভুলু জীব্দ্দশায় ১০টি মঞ্চ নাটক, দুটি যাত্রাসহ অন্তত ২০ থেকে ২৫টি শো করেছেন। বকুল স্মৃতি থিয়েটারের সহ-সভাপতি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বকুল স্মৃতি থিয়েটারের পাশাপাশি নাটোরের সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক জানিয়েছে।


শর্টলিংকঃ