নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১ সক্রিয় সদস্য গ্রেপ্তার


ইউএনভি ডেস্ক:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার রাতে কক্সবাজারের রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ির বারাইয়াপাড়ার আরাফাত হোসেন নামে জঙ্গি সংগঠনের ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে একটি মোবাইল, তিনটি সিমকার্ড, একটি মেমোরিকার্ড ও উগ্রবাদী লেখা উদ্ধার করা হয়েছে।সোমবার বিকেলে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুল আলম রাসেল সমকালকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, গ্রেপ্তার আরাফাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে সক্রিয় সদস্য ও সমর্থক। আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি নেতা জসিম উদ্দিন রাহমানি ও আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনের বক্তব্যসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্টের প্রচার করছিলেন।

তার বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


শর্টলিংকঃ