পারিশ্রমিক বাড়ানোর লোভ দেখিয়ে বিছানায় যাওয়ার প্রস্তাব


ইউএনভি ডেস্ক: 

অনেকদিন ধরেই নিরব ছিলো মিটু ইস্যু। করোনার এই ক্রান্তিকালে যেখানে বন্ধ রয়েছে সবরকম শুটিং সেখানে এই ইস্যুর কথা প্রায় ভুলেই গিয়েছিলেন সবাই৷ সেটাই মনে করিয়ে দিলেন অভিনেত্রী মানবী গাগরু।

পারিশ্রমিক বাড়ানোর লোভ দেখিয়ে বিছানায় যাওয়ার প্রস্তাব

তার হাত ধরে আবার মিটু’র ছায়া বলিউডে। সরাসরি ওয়েব সিরিজ নির্মাতার বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন ‘ফোর মোর শটস প্লিজ’, ‘টিভিএফ ট্রিপলিং’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানবী জানিয়েছেন, গত বছর একটি অজানা নম্বর থেকে কল আসে মানবীর কাছে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি নতুন ওয়েব এক সিরিজের কাজ করার প্রস্তাব দেন । পারিশ্রমিক নিয়েও কথা হয়।

মানবীর কথায়, ‘যে বাজেট তারা অফার করছিল তা ছিলো খুবই কম।আমি তাদের সে কথা জানাই। এটাও বলি, সবার আগে দরকার স্ক্রিপ্ট পছন্দ হওয়া। তার পর তো ডেট, পারিশ্রমিক।এর পর হঠাৎই সেই নির্মাতা আমাকে বলেন তিন গুণ বাড়িয়ে দিতে পারি পারশ্রমিক। কিন্তু তার বদলে কম্পোম্রাইজ করতে হবে আমাকে। বিছানায় যেতে হবে।’

প্রথমে ঘাবড়ে গেলেও পর মুহূর্তেই তীব্র প্রতিবাদ করেন মানবী। সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করারও হুমকি দেন। মিটুর বিরুদ্ধে এত প্রতিবাদ হওয়া সত্ত্বেও তার সঙ্গেও একই জিনিস কী ভাবে হলো তা ভেবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর পর সেই সংবাদমাধ্যমের কাছে ভয়াবহ সেই স্মৃতির কথা প্রকাশ করলেন মানবী


শর্টলিংকঃ